হৃদরোগে মৃত্যুর ঝুঁকিতে বেকাররা
বেকারত্ব সমাজের জন্য একটি অভিশাপ। আর একজন ব্যক্তির জন্য সেটা চরম হতাশার কারণ। এখানেই শেষ নয়। প্যারিসে অনুষ্ঠিত হৃদরোগ সংক্রান্ত ২০১৭-এর সম্মেলনে উপস্থাপিত সাম্প্রতিক একটি গবেষণা বলছে, অন্যদের তুলনায় বেকারদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে, আর এতে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, বিজ্ঞানীরা প্রায় ২১ হাজার হৃদরোগীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, ডায়াবেটিস বা স্ট্রোকের কারণে যে পরিমাণ হৃদরোগ হয়, তার চেয়ে বেশি হয় কর্মহীনতার কারণে। গবেষণা দলের প্রধান ড. রাসমুস রোয়ার্থ বলেন, “ভালো একটি চাকরির মধ্যে থাকা আমাদের কর্মক্ষমতা এবং ভালো থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। অন্যদিকে কাজের মধ্যে না থাকা আমাদের বিষণ্ণতা, মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়িয়ে দেয়। এমনকি তা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।” হৃদরোগাক্রান্ত তরুণ রোগীদের ক্ষেত্রে কর্মসংস্থান একটি বড় নির্ণায়কের ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন এই চিকিৎসক ও গবেষক।
১৯৯৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ১৬ থেকে ৬০ বছর বয়সী প্রায় ২১ হাজার ৪৪৫ জন হৃদরোগীকে নিয়ে পরীক্ষা করেন গবেষকরা। এদের মধ্যে ৫৫ শতাংশ রোগী অর্থাৎ প্রায় ১১ হাজার ৮৮০ জন রোগী ছিলেন বেকার। বাকি ৪৫ শতাংশ রোগীরা কোন না কোন কাজের সাথে যুক্ত ছিলেন। গড়ে ১ হাজার ৫ দিনের একটি পরীক্ষার পর দেখা যায় ৫৫ শতাংশ বেকারদের মধ্যে প্রায় ৩১ শতাংশ বেকার মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। যেখানে ৪৫ শতাংশ চাকরি করা রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার মাত্র ১৬ শতাংশ।
তাই বিজ্ঞানীদের দল বলছেন হৃদরোগের পেছনে বেকারত্বের ভূমিকা রয়েছে। তাই বেকারত্বের হার কমিয়ে আনার ওপরও জোর দেন গবেষকরা।