পাইলসের ‘অপচিকিৎসা’ থেকে সাবধান
পাইলসের চিকিৎসা সঠিকভাবে করা প্রয়োজন। ‘অপচিকিৎসা’ রোগের জটিলতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ‘অপচিকিৎসা’ হলে পুনরায় রোগীকে সুস্থ করতে চিকিৎসকেরও অনেক বেগ পেতে হয়। তাই প্রয়োজন সঠিক চিকিৎসা।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সবচেয়ে বেশি ‘অপচিকিৎসা’ পাইলসের হয়। আমরা দেখে থাকি বিভিন্ন অলিগলিতে বিনা চিকিৎসায় পাইলসের অস্ত্রোপচার হচ্ছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি কী বলবেন?
উত্তর : আমরা অনেক রোগী পাই যারা মানুষের বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে টাকা-পয়সা বাঁচানোর জন্য ফাঁদে পড়ে। সমস্যা হলে এরপর হয়তো আমাদের কাছে আসে। সেই ক্ষেত্রে সচেতনতা বাড়ানো ছাড়া আসলে আর কিছু করার নেই। যারা এসব কাজ করে তাদের খুব কঠোর হাতে শাস্তি দেওয়ার বিকল্প নেই। যে ভুক্তভোগী সে জানে কতটুকু কষ্ট হয়।
অনেক ক্ষেত্রে পায়খানার রাস্তায় কোনো দাহ্য পদার্থ লাগিয়ে দেয়। এতে পাইলস তো পড়ে যায়, তবে এর সঙ্গে পায়খানার রাস্তা কিছু অংশ পড়ে যায়। এরপর যখন চিকিৎসকের কাছে আসছে তখন আর কিছু করার থাকে না। তখন রোগীরাও অনেক ভোগে। আর চিকিৎসকদেরও এটি ঠিক করতে অনেক বেগ পেতে হয়। তাই সঠিক চিকিৎসা প্রয়োজন।