সিগারেট না খেয়েও ধূমপানের ক্ষতি!
ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে-এ আমরা সবাই জানি। তবে ধূমপানের কারণে ধূমপায়ীর আশপাশের মানুষজনও পরোক্ষ ধূমপানের শিকার হন। ধূমপান না করেও এর ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রচুর ঝুঁকি থেকে যায়।
ধূমপানের অভ্যাস না থাকুক, আপনার আশপাশে ধূমপায়ী ব্যক্তি থাকলেও এর কারণে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। একে আভিধানিকভাবে প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানও বলা হয়। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ড স্কাই জানিয়েছে পরোক্ষ ধূমপানের কিছু ক্ষতিকর দিকের কথা।
শ্বাসপ্রশ্বাসে সমস্যা
কিছু ক্ষতিকর জিনিস রয়েছে যেগুলো ধূমপায়ীর মাধ্যমে তৈরি হয়। যেমন : সালফার ও অ্যামোনিয়া। এগুলো ফুসফুস, গলা ও চোখের সমস্যা সৃষ্টি করে। পরোক্ষ ধূমপান ব্রংকাইটিস ও শ্বাসকষ্টেরও বড় কারণ।
ভ্রূণের বৃদ্ধি
বিশেষজ্ঞরা জানান, পরোক্ষ ধূমপান সন্তানসম্ভবা মা এবং ভ্রূণের বৃদ্ধির জন্য খুব ক্ষতিকর। তাই তাদের ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
ফুসফুস ক্যানসার
আপনি যদি ধূমপায়ী ব্যক্তির আশপাশে থাকেন তবে ফুসফুসে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
হৃদরোগ
গবেষকরা বলেন, ধূমপান না করেও ধূমপায়ী ব্যক্তির পাশে থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।
স্ট্রোক
পরোক্ষ ধূমপান স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে দেয়।
শিশুর ক্ষতি করে
পরোক্ষ ধূমপানে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। এর কারণে ব্রংকাইটিস, নিউমোনিয়া এবং অ্যাজমা বাড়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলেন, পরোক্ষ ধূমপানের কারণে শিশুদের ফুসফুস ভীষণভাবে আক্রান্ত হতে পারে।
এ ছাড়া পরোক্ষ ধূমপান স্তন ক্যানসার, সিওপিডি, গলার ক্যানসার এবং বিভিন্ন ধরনের ক্যানসার তৈরি করতে পারে।
তাই কেবল ধূমপায়ীরই ক্ষতি নয়, নিজের এবং যাঁরা ধূমপান করছেন না তাঁদের ক্ষতির কথা ভেবেও পাশের মানুষটিকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ করুন।