ত্বকের প্রসাধনীর সঙ্গে ব্রণের কোনো সম্পর্ক আছে?
ব্রণ ত্বকের প্রচলিত সমস্যা। ত্বকের প্রসাধনীর সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণ যাদের হয়, অনেক সময় দেখি নখ দিয়ে খুঁটে শাশ বের করে। কারো এখানে সংক্রমণ হয় বা দাগ হয়। একটি বিড়ম্বনা তৈরি করে। সে ক্ষেত্রে এই রোগ না হওয়ার জন্য কি আগেভাগেই কিছু করণীয় আছে?
উত্তর : না, সেভাবে প্রতিরোধমূলক কিছু নেই। আমরা ব্রণকে অনেক ভাগে ভাগ করে থাকি। যদি মাইল্ড ধরনের হয়, তাহলে এমনিতেই অনেকের ভালো হয়ে যেতে পারে। যদি জটিল হয়, সে ক্ষেত্রে চিকিৎসা লাগে। মডারেট হলে চিকিৎসা লাগে। তবে একটি কথা হলো, ব্রণ হলে টিপলে গর্ত হয়ে যায়। সেই গর্ত বা দাগ দূর করা খুবই জটিল। যেকোনো পদ্ধতিতেই এই গর্ত দূর করা আপাতত সম্ভব হচ্ছে না।
প্রশ্ন : ত্বকের প্রসাধনীর সঙ্গে ব্রণের কোনো সম্পর্ক আছে কি?
উত্তর : না, খুব একটা সম্পর্ক নেই। যদি কারো তৈলাক্ত ত্বক হয়, তেলটা দূর করার জন্য প্রয়োজনীয় সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবে।
আমাদের ত্বক তৈরি হয়েছে সুরক্ষাকারী হিসেবে। আমাদের ত্বকের পিএইচ হলো এসিডিক। তবে সাবান, শ্যাম্পু যেগুলো পাওয়া যায় অ্যালকালিন। এই এসিড আর অ্যালকালিনের মধ্যে যে বিক্রিয়া হয়, এতেই অনেক রোগ হতে পারে।