হাত ও মুখ থেকে রসুনের গন্ধ দূর করতে চান?
আপনি কী খাবারে রসুন খেতে ভালোবাসেন, তবে এর গন্ধ অপছন্দ করেন? রসুন সিসটেইন সালফোক্সাইড উৎপন্ন করে। এর কারণে রসুনের মধ্যে একটি তীব্র গন্ধ হয়। রসুন ব্যবহার করার পর হাতে এবং খাওয়ার পর মুখে অনেকক্ষণ দুর্গন্ধ থেকে যায়।
তবে রসুনের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। রসুনের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ ও সি। তাই বাজে গন্ধের কারণে রসুন খাওয়া ছেড়ে দেওয়া ঠিক হবে না।
কিছু উপায় মেনে চললে কিন্তু হাত ও মুখ থেকে রসুনের এই গন্ধ খুব সহজেই দূর করা সম্ভব। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
দুধ
দুধ রসুনের গন্ধ কমাতে বেশ ভালো উপদান। মুখ থেকে রসুনের গন্ধ দূর করতে এক গ্লাস দুধ পান করতে পারেন।
আপেল
রসুন খাওয়ার পর মুখে রসুনের গন্ধ করতে একটি আপেল খেয়ে নিন। পাশাপাশি এক গ্লাস আপেলের জুস পান করতে পারেন। এতে গন্ধ কমবে।
লেবু
এক টেবিল চামচ লেবুর রস এক কাপ পানিতে মেশান। এই পানি দিয়ে কুলি করুন। এতে গন্ধ কমবে। এ ছাড়া লেবু পানি পান করতে পারেন।
আর হাত থেকে রসুনের গন্ধ দূর করতে লেবু ঘষতে পারেন।
বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে হাত থেকে রসুনের গন্ধ দূর করা যায়। বেকিং সোডার মধ্যে লেবুর রস মেশান। একে হাতে মাখুন। কয়েক মিনিট এভাবে রেখে ধুয়ে ফেলুন।