অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে যেসব সমস্যা হয়
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৭৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি চাকরিতে কর্মরত।
প্রশ্ন : যদি কোনো মানুষ এসব পরামর্শের পরও রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখে, ওষুধ না খায়, অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকে, তাতে তার গুরুতর কী সমস্যা হতে পারে?
উত্তর : তার মাথা থেকে পা পর্যন্ত অনেক সমস্যা হতে পারে। কিছু সময়ের জন্য তার মস্তিষ্কের কার্যক্রম ব্যহত হতে পারে। এ ছাড়া মস্তিষ্কের স্ট্রোক হতে পারে। ইসকেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোক হতে পারে। এর জন্য অন্য একটি অংশ প্যারালাইসিসড হতে পারে। ডান হাত, ডান পা, বাম পা, মুখ বাঁকা হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের জন্য অন্ধ পর্যন্ত হয়ে যায়। চোখের রক্তনালির পরিবর্তনের জন্য চোখের পাওয়ার কমে যেতে পারে। আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারে। হার্টের ভেতর দেয়ালটা মোটা হয়ে যাচ্ছে। হার্ট বড় হয়ে যাচ্ছে। ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে।
কিডনির ওপর প্রেশারের প্রভাব অনেক। দেখা যায়, প্রেশারের কারণে আস্তে আস্তে কিডনি বিকল হয়ে যায়। একেবারে খারাপের দিকে কিডনি চলে যেতে পারে। এরপর হয়তো পায়ের রক্তনালিতে সমস্যা হচ্ছে, গ্যাংরিন হচ্ছে।