নাক দিয়ে রক্ত পড়লে
অনেক কারণেই নাক দিয়ে রক্ত পড়তে পারে। তবে এর বেশির ভাগের কারণ জানা যায় না। নাক দিয়ে রক্ত পড়লে সবাই ভীত হয়ে পড়েন। তবে ভীত না হয়ে এ পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেওয়া সম্ভব।
নাকে রক্তপাত হলে আক্রান্ত ব্যক্তিকে সামনের দিকে সামান্য ঝুঁকে বসাতে হবে। বাম হাতের বুড়ো আঙুল ও অনামিকা আঙুল দিয়ে নাসারন্ধ্র শক্ত করে বন্ধ করতে হবে। টানা ১০ মিনিট বন্ধ রাখতে হবে। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে।
বরফ নাকের ওপরে দেওয়া যেতে পারে বা বরফ পানি কুলকুচি করা যেতে পারে। এতে রক্ত পড়া তাড়াতাড়ি বন্ধ হবে। বারবার হাত ছেড়ে দেখা যাবে না রক্ত পড়ছে কি না।
রক্ত পড়া বন্ধ হলে সঙ্গে সঙ্গে নাকের মধ্যে জমাট রক্ত সরানো যাবে না। এতে আবার রক্তপাত শুরু হবে। রক্ত পড়া বন্ধ হওয়ার পর অনেকে পানি দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করেন। এটা করলেও আবার রক্তপাত ঘটতে পারে।
যদি একটানা ১০ মিনিট নাসারন্ধ্র চেপে ধরে রাখার পরও রক্ত পড়া বন্ধ না হয় তাহলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
নাক দিয়ে রক্ত পড়লে অনেকে আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দেন। এটিও ঠিক নয়। এতে রক্ত শ্বাসনালিতে চলে যেতে পারে।
আঘাত লাগার পর যদি রক্তপাত হয়, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। কারণ এই রক্তপাত হাড় ভেঙে যাওয়ার জন্য হচ্ছে কি না তা জানার জন্য এক্সরে করতে হতে পারে। প্রয়োজনে অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে।
এ ছাড়া উচ্চ রক্তচাপের কারণেও রক্তপাত হতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
ডা. হুমায়ুন কবীর হিমু : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।