সংক্রমণ এড়াতে যেসব কাজ করবেন
ব্যক্তিগত স্বাস্থ্যবিধির কথা আমরা অনেকেই শুনি। বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির বিকল্প নেই। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মূল কিছু বিষয় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। এগুলো মেনে চললে বিভিন্ন রোগবালাই ও সংক্রমণ থেকে সহজেই দূরে থাকা সম্ভব।
- রাস্তার খোলা খাবার খাওয়া এড়িয়ে যান। এ ধরনের খাবার থেকে হতে পারে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিসের মতো রোগ।
- কাশি আসলে মুখে ঢেকে কাশুন। এ ক্ষেত্রে টিস্যু বা রুমাল ব্যবহার করতে পারেন।
- ব্যক্তিগত ব্যবহার্য জিনিসগুলো ভাগ করা থেকে বিরত থাকুন। যেমন : তোয়ালে, রুমাল, চিরুনি ইত্যাদি।
- চেষ্টা করুন বেশির ভাগ সময় ঘরের তৈরি খাবার খেতে।
- দাঁত ব্রাশ করার সময় জিহ্বাও পরিষ্কার করুন।
- প্রতি সপ্তাহে বিছানার চাদর ও বালিশের কভার বদলান। না হলে এগুলো থেকে জীবাণু ছড়িয়ে ব্রণ হতে পারে।
- টয়লেট থেকে বের হয়ে, খাবার তৈরির আগে, খাওয়ার আগে, ময়লা পরিষ্কারের পর, হাঁচি-কাশি দেওয়ার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
- নিয়মিত নখ কাটুন। নখের ভেতর ময়লা জমে বিভিন্ন সংক্রমণ হতে পারে।