রিংয়ে ঝুললে লম্বা হওয়া যায়?
অনেকের ধারণা, রিংয়ে ঝুললে লম্বা হওয়া যায়। তাই লম্বা হওয়ার আশায় নিয়মিত রিং ঝোলেন অনেকে। আসলে কথাটা কি ঠিক? এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্টজনরা। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ‘ভুলে ভরা গল্প’ বিভাগে এ বিষয়ে কথা বলেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সজল আশফাক।
ডা. সজল আশফাক বলেন, ‘সাধারণ মানুষের অনেকেরই ধারণা রিংয়ে ঝুললে লম্বা হওয়া যায়। আসলে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ, রিংয়ে ঝোলার সঙ্গে লম্বা হওয়ার কোনো সম্পর্ক নেই। আমরা কতটুকু লম্বা হব এটি সম্পূর্ণ বংশগত একটি বিষয়। এ ক্ষেত্রে জাতিগত বিষয়ও রয়েছে। পাশাপাশি কিছু বিষয় রয়েছে যেগুলো লম্বা হওয়াকে প্রভাবিত করতে পারে। আমরা কেমন খাবারদাবার খাচ্ছি- এই বিষয়গুলো এর সঙ্গে জড়িত।
কোনো শিশু যদি জন্মের পর অপুষ্টিতে না ভোগে, তার যদি তেমন অসুখ বিসুখ না হয়, প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান তার দরকার সেটি যদি সরবরাহ করা না যায়, তাহলে শিশুটির যতটুকু লম্বা হওয়ার ততটুকুই হবে। তার চেয়ে বেশিও হবে না, কমও হবে না।
লম্বা হওয়ার বিষয়টি বাবা-মা কতটুকু লম্বা তার সঙ্গে কিছুটা জড়িত জানিয়ে ডা. সজল আশফাক বলেন, ‘আপনি ব্যায়াম করবেন নিয়মিত ভালো কথা, রিংয়ে ঝুলবেন ভালো কথা- এতে হাতের পেশি আরো শক্ত হবে। তবে যদি লম্বা হওয়ার আশায় রিং ঝুলে থাকেন, তাহলে সেই আশা বাদ দিয়েই রিং ঝুলতে হবে।’