টনসিলের অস্ত্রোপচার কখন জরুরি?
টনসিলের সমস্যা জটিল হয়ে গেলে অস্ত্রোপচার করা ছাড়া উপায় থাকে না। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টনসিলের প্রদাহ ছাড়া আর কী সমস্যা হতে পারে?
উত্তর : টনসিলের প্রদাহ অনেকেরই হয়। অনেকেরই দেখা যায়, বছরে অনেকবার করে গলা ব্যথা করছে, আবার ওষুধ খাচ্ছে ভালো হয়ে যাচ্ছে। তবে টনসিলের মধ্যে যদি কখনো পুঁজ হয়, একে আমরা আমাদের ভাষায় বলি প্যারিটনসিলার এপসেস। আমরা টনসিলের অস্ত্রোপচারের কথা যখন বলি, অনেকে বলেন ডাক্তারদের কাছে গেলেই কেবল অস্ত্রোপচারের কথা বলেন। একটি জিনিস আমি বলতে চাই, কারো টনসিলের প্রদাহ বারবার হচ্ছে, ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, এটি মেনে নেওয়া যায়। তবে কারো যদি ট্নসিলে একবার পুঁজ হয় এবং ট্নসিলের আশপাশের জায়গাটা ফুলে ওঠে এবং আলাজিহ্বা পর্যন্ত দেখা যায় ঠেলে অন্যদিকে নিয়ে গেছে, ওটাই প্রদাহ। এ সময় দেখা যায়, রোগী লালা পর্যন্ত গিলতে পারে না ব্যথার কারণে। এটাকে বলে প্যারিটনসেলার এপসেস। এটা যদি একবার হয়, প্রাথমিকভাবে আমরা একটি ইনসিশন দিয়ে, ছুরি দিয়ে কেটে পুঁজটা বের করে দিই। কিছু ওষুধ দিই, হয়তো ভালো হয়ে যায়। তাকে কিন্তু আমরা খুব গুরুত্বের সঙ্গে বলি ওনার টনসিলের অস্ত্রোপচার করে নিতে হবে। কেন করে নিতে হবে? পরবর্তীকালে যদি আবার সমস্যা হয়, তখন জটিলতা আরো বেশি হবে। অনেক সময় এ থেকে শ্বাসকষ্ট হয়ে মরণাপন্ন অবস্থায় পর্যন্ত চলে যেতে পারে। একে অবহেলা করার কোনো সুযোগ নেই।
আর যদি কোনো একটি টনসিলের আকার অপরটির চেয়ে বড় হয়, একে আমরা বলি ইউনিলিটারাল ইনলার্জমেন্ট। যদি এটি বয়স্ক ব্যক্তিদের হয়, তাহলে ক্যানসার বা ম্যালিগনেন্সির চিন্তা অবশ্যই মাথায় রাখি। সে ক্ষেত্রে টনসিল কেটে সেটার বায়োপসি করে আমাদের নিশ্চিত হতে হবে। এটা ক্যানসার কি না, সে বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে। যদি হিসটোপ্যাথলজিতে বা বায়োপসিতে বলে এটি ক্যানসার নয়, তাহলে আমরা রোগীকে আশ্বস্ত করতে পারি। সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগীর জন্য মৃত্যুটা খুব কষ্টের হবে।