ফ্যাটি লিভারের সমস্যা কাদের বেশি হয়?
লিভারের অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিস। কোন বয়সে এ সমস্যা বেশি হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৭তম পর্বে কথা বলেছেন ডা. ফারুক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত কোন বয়সে বা কাদের বেলায় ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বেশি থাকে?
উত্তর : সাধারণত মাঝবয়সী ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিপ্রবণ। যদিও শিশুদের ক্ষেত্রে হতে পারে। তবে সাধারণত মাঝবয়সী ব্যক্তিদের ক্ষেত্রে বেশি হয়।
প্রশ্ন : আগেভাগে এটি রোধ করতে কোনো স্ক্রিনিং করা যায় কি?
উত্তর : সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম করেই ফ্যাটি লিভারের রোগ নির্ণয় করা হয়। তবে সবাইকে আলট্রাসনোগ্রাম করে দেখা যে তার ফ্যাটি লিভার আছে কি না—এ রকম কোনো প্রস্তাবনা নেই।
তবে যাদের ডায়াবেটিস আছে, যারা স্থূলকায় বা যাদের রক্তে চর্বি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি আলট্রাসনোগ্রাম করে দেখা দরকার।
এই অসুখের চিকিৎসা দুভাবে হয়। একটি হলো কারণের চিকিৎসা। যে কারণে তার ফ্যাটি লিভার হয়েছে, এই কারণগুলো যদি কোনোটি পাওয়া যায়, তার সঠিকভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। পাশাপাশি যদি তিনি জীবনযাপনের ধরন পরিবর্তন করেন, তাহলে তিনি একদম সুস্থ হয়ে যাবেন। এতে লিভারের চর্বিটা কমে আসবে। এর থেকে তিনি মুক্ত থাকবেন। তবে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ মানতে হবে।