ধূমপানে হতে পারে মনোরোগ
ধূমপানের সঙ্গে মানসিক রোগ সিজোফ্রেনিয়ার সম্পর্ক খুঁজে পাওয়ার দাবি করেছেন একদল গবেষক। তাঁরা বলছেন, ধূমপান হয়তো মানসিক ব্যাধির একটি অন্যতম কারণ। রয়টার্স প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
গবেষণাটি করা হয় ১৫ হাজার তামাক ব্যবহারকারী এবং দুই লাখ ৭৩ হাজার অব্যবহারকারীর লোকের ওপর। গবেষণার ফলাফলে দেখা যায়, যারা ধূমপান করে তাদের বিভ্রম (ডিল্যুসন), মস্তিষ্ক বিকৃতি-এ ধরনের সমস্যা হতে পারে। গবেষকরা বলেন, ধূমপান এসবের ঝুঁকি বাড়িয়ে দেয়।
কিংস কলেজ লন্ডনস ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির মনোরোগ বিশেষজ্ঞ এবং গবেষণাটির সহ-নেতৃত্বদানকারী জেমস ম্যাকক্যাব জানান, ‘আমাদের গবেষণা বলছে যদি কেউ অনেক ধূমপান করেন তাহলে মনোরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘তবে সিজোফ্রেনিয়া হওয়ার একমাত্র কারণ তামাক গ্রহণ নয়। জিনগত কারণ, জীবনযাপনের ধরন ও পরিবেশগত কারণেও সিজোফ্রেনিয়া হতে পারে।’
সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এ রোগের লক্ষণ হচ্ছে চিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা। ভ্রান্ত বিশ্বাস,অহেতুক সন্দেহপ্রবণতা, অবাস্তব চিন্তাভাবনা, হ্যালুসিনেশন (অলীক কিছু জিনিস দেখা), অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি সিজোফ্রেনিয়ার লক্ষণ। আর দীর্ঘমেয়াদি লক্ষণ হচ্ছে যে কোনো বিষয়ে অনাগ্রহ, চিন্তার অক্ষমতা,আবেগহীনতা ইত্যাদি।
গবেষণাটির আরেক গবেষক রবিন মারি বলেন, ‘মস্তিষ্কের ডোপামাইনের অতিরিক্ত নিঃসরণ ধূমপান এবং মনোব্যাধির যোগসূত্রের একটি সম্ভাব্য কারণ হতে পারে। অতিরিক্ত ডোপামিন মানসিক রোগকে বাড়িয়ে তোলে। হয় তো নিকোটিন যারা গ্রহণ করে ডোপামিনের নিঃসরণ তাদের বেশি হয়, এর ফলে মনোরোগ হতে পারে।
তবে ভাং বা গাজার সঙ্গে এর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি বলে জানান গবেষকরা।