ল্যাপারোস্কপিক সার্জারি যেভাবে করা হয়
ল্যাপারোস্কপিক সার্জারি আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। পিত্তথলির পাথর বা পেটের অন্যান্য অস্ত্রোপচারে এখন ল্যাপারোস্কপিক ব্যবহৃত হচ্ছে। কীভাবে ল্যাপারোস্কপিক সার্জারি করা হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৩তম পর্বে কথা বলেছেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরদার এ নাঈম।
প্রশ্ন : ল্যাপারোস্কপিক সার্জারিতে কী কী যন্ত্র ব্যবহৃত হয় এবং কীভাবে এটি করেন।
উত্তর : এর জন্য প্রথমেই অজ্ঞান করতে হয়। গ্যাস দিয়ে পেটটাকে আমরা একটু ফাঁপিয়ে নিই। এরপর নাভির চারপাশ দিয়ে খুব ছোট করে কাটি। আমরা ৫ মিলিমিটারও করতে পারি, অথবা বড় জোর ১০ মিলিমিটার করতে পারি। সেটা দিয়ে পেটের মধ্যে একটি ফুটো করে আমরা ক্যামেরা ঢুকিয়ে দিই, তখন টেলিভিশন মনিটরে বড় করে দেখতে পাই।
কাঁচি, ফরসেপ যেগুলো ছোট ছোট ছিল এখন সেগুলো লম্বা পাওয়া যায়। ৩০ সেন্টিমিটার লম্বা যন্ত্রপাতি দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। এর সঙ্গে ক্যামেরা অপারেট করেন একজন। সহযোগিতা করেন আরো একজন বা দুজন। আর সার্জন থাকেন। এই অবস্থায় সার্জনকে অনেকগুলো কাজ করতে হয়। কাজের সঙ্গে সঙ্গে ফ্রুট সুইচ ব্যবহার করতে হয়। আর ল্যাপারোস্কপির জন্য অনেক ধরনের ডিভাইস এখন বের হয়েছে। আগে যেমন ইলেকট্রোকটরি আমরা ব্যবহার করতাম, এখন লেজার, তার সঙ্গে ইলকট্রোকটরি তো আছেই। আলট্রাসনিক কিছু কাটিং ডিভাইস রয়েছে। সেগুলো প্রায় রক্তহীনভাবে এই অস্ত্রোপচার করতে পারে।