সেলুনে শেভ করলে হেপাটাইটিস ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে?
সাধারণত হেপাটাইটিস বি ও সি ভাইরাস ছড়ায় রক্তের মাধ্যমে। যদি কেউ এসব ভাইরাসে আক্রান্ত থাকে এবং তার ব্যবহৃত জিনিস অন্যজন ব্যবহার করে, তাহলে সেও ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে।
সেলুনে একসঙ্গে অনেকে চুল-দাড়ি কাটে। একটি ক্ষুর, কাঁচি অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে কেউ যদি হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত থাকে, আর তার ব্যবহৃত জিনিস অন্যজন ব্যবহার করে তাহলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. গোলাম আযম। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের জিএইচপিডি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমরা যে সেলুনে চুল কাটি বা বা শেভ করি এ ক্ষেত্রে রোগ কি বাড়ে?
উত্তর : যেকোনো সূক্ষ্ম বস্তু দিয়ে কাজ করতে গেলে এই ঝুঁকি বেড়ে যায়। যেমন : সেলুনে শেভ করতে গেলে, চুল কাটাতে গেলে তো ক্ষুর-কাঁচির ব্যবহার হয়, এটি থেকে ভাইরাস ছড়াতে পারে, রক্তের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা যদি নিজেই শেভিংয়ের অভ্যাস করি, সেটা তো অবশ্যই ভালো।
আর সেলুনে করলে আমার মনে হয় সে নিজস্ব কিছু যন্ত্রপাতি কিনে নিয়ে, সেটিই বারবার সঙ্গে নিয়ে গেল, সেটি ব্যবহার করল। এতে ভালো হয়। অথবা যাঁরা সেখানে আছেন, তাঁদের উচিত হবে প্রত্যেকের জন্য আলাদা যন্ত্রপাতি ব্যবহার করা। শল্যচিকিৎসায় যেমন জীবাণুমুক্তকরণ পদ্ধতি রয়েছে, সেখানেও কিছু জিনিস এমন জীবাণুমুক্ত করা যায়। আমার মনে হয় এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে আইনকানুন দিয়ে কিছুটা পর্যবেক্ষণ করা উচিত।