টেস্ট টিউব বেবি কীভাবে হয়?
বন্ধ্যাত্বের সমস্যা সমাধানে অনেক উন্নত চিকিৎসা হলো টেস্ট টিউব বেবি। এটি কীভাবে হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২৪তম পর্বে কথা বলেছেন ডা. রেজাউল করিম কাজল। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কী করে থাকেন?
উত্তর : এ ক্ষেত্রে হয় কি স্বামীর যদি একটি শুক্রাণুও থাকে,তাতেও কিন্তু সন্তান লাভ করা সম্ভব। এই বার স্ত্রীর শরীর থেকে যে ডিমগুলো ফুটে, সেগুলোকে বাইরে আনা হয় ল্যাবরেটরিতে। তখন স্বামীর শুক্রাণু দিয়ে একে নিষিক্ত করা হয়। তখন ল্যাবরেটরিতে ভ্রুণগুলো তৈরি করা হয়। হয়তো চার/ পাঁচটা/ ১০টা ভ্রুণ তৈরি হতে পারে। এরপর যখন ওই স্ত্রীর শরীর ভ্রুণ গ্রহণ করার জন্য তৈরি হয়েছে, তখন দুটি বা তিনটি ভ্রুণ স্ত্রীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। এই ভ্রুণটি একেবারই স্বাভাবিক গর্ভধারণের মতো মায়ের গর্ভে বড় হতে থাকে।