মোবাইল ফোন মাত্রাতিরিক্ত ব্যবহার করছেন?
মোবাইল ফোন প্রযুক্তির একটি আশীর্বাদ। তবে মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার শরীর ও মনে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে। তাই নিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহার করা উচিত।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৫তম পর্বে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মোবাইল ফোন অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র। তবে এর মাত্রাতিরিক্ত ব্যবহার বলতে আমরা কী বুঝি?
উত্তর : সারা পৃথিবীতে অন্তত ছয় বিলিয়ন মোবাইল ফোন তৈরি হয়েছে। পাঁচ বিলিয়ন এখন ব্যবহারের মধ্যে রয়েছে। মোবাইল ফোনের আরেকটি নাম সেলফোন। সেলফোন বলা হয় এ কারণে, এটি যে ইলেকট্রোমেগনেটিভ রেডিয়েশনকে বের করে, এটি একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে যায়। মাঝখানে মোবাইল ফোন হয়ে যায়। এ জন্য একে সেল হিসেবে বলা হয়। এর নাম হলো সেলফোন।
মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে, ভবিষ্যতে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না। মোবাইল ফোনের ভেতরে কম্পিউটারে আপনি কাজও করতে পারবেন। তবে মোবাইল ফোন ব্যবহারেরও কিছু সতর্কতামূলক দিক রয়েছে। কোনো কোনো দেশে এখন মোবাইল ফোন বিক্রির সঙ্গে সেটি দিয়ে দেয়।
আপনি জানেন, ধূমপান যে খারাপ জিনিস, এর যে অপকারিতা রয়েছে, সেটি সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দিতে ২০০ বছর লেগেছে। এই মোবাইল ফোনেরও অনেক ক্ষতিকর দিক রয়েছে।
আমি এর ব্যবহারকে বন্ধ করতে বলছি না। তবে এর ব্যবহারটা মাত্রার মধ্যে করতে হবে।