ঠোঁট-তালু কাটার সমস্যা সম্পূর্ণ সেরে যায়?
ঠোঁট কাটা, তালু কাটা জন্মগত রোগ। এই রোগকে অনেকে অভিশাপ বলে মনে করেন। এই রোগের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশেই রয়েছে।
এই রোগ কি সম্পূর্ণ নিরাময়যোগ্য—এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. শহীদুল বারী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এটি কি পুরোপুরি প্রতিকারযোগ্য?
উত্তর : অবশ্যই। এটি একটি নিরাময়যোগ্য, চিকিৎসাযোগ্য একটি রোগ। এই রোগ নিয়ে যদি সময়মতো আসে আমাদের কাছে এবং যদি চিকিৎসা দেওয়া হয়, তাহলে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে সময়মতো আসতে হবে।
ঠোঁট কাটার ক্ষেত্রে, বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয়, বয়স যদি তিন মাস বা চার মাস হয়, তখন যদি আসে, অস্ত্রোপচার করলে ফল খুব ভালো পাওয়া যায়। আর তালুর ক্ষেত্রে ১০/১২ মাস, বেশি হলে ১৮ মাসের মধ্যে যদি করা যায়, তাহলে ভালো ফল পাওয়া যাবে। তার কোনো নেজাল ভয়েজ (নাকি স্বর) থাকবে না বা কান পাকা থাকবে না, তার খাবার নাক দিয়ে আসবে না।