শ্বেতী রোগীর সন্তানদের কি শ্বেতী হয়?
শ্বেতী একটি চর্মরোগ। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ভিটিলিগো বলে। এই রোগের কারণ সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। তবে শ্বেতী রোগীর সন্তানদের মধ্যে কি শ্বেতী হতে পারে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্মজীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : শ্বেতী রোগীর সন্তানদের মধ্যে কি শ্বেতী হতে পারে?
উত্তর : আসলে একটি বিষয় আছে, এ রোগ যেকোনো সময় হতে পারে। তবে যদি পিতামাতার থাকে, তাহলে সন্তানের হওয়ার আশঙ্কা থাকে। একে জেনেটিক (জিনগত) বিষয় বলা যায়। আসলে পিতামাতার যেকোনো রোগই সন্তানের হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে সেটি এমন নয় যে হবেই। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখেন, পিতামাতার কারো থাকলে সন্তানের হওয়ার আশঙ্কা একটু বেশি থাকে। অন্যান্য রোগ থাকলেও সেটি বেশি হচ্ছে। পিতামাতার মাধ্যমেই যেহেতু হয়, কাজেই পিতামাতার সব রোগই বাচ্চাদের হওয়ার ক্ষেত্রে একটু বেশি থাকে। তবে হবেই এমন কোনো কথা নেই।