টাইফয়েড, ডেঙ্গু, চিকুনগুনিয়া হলে লিভারে ক্ষতি হয়?
টাইফয়েড, ডেঙ্গু, চিকুনগুনিয়া হলে লিভার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টাইফয়েড, ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে লিভারের কী ক্ষতি হয়?
উত্তর : শরীরে লিভারের কিন্তু অনেক কাজ। অন্যতম কাজ হলো জীবাণুকে শরীরে ঢুকতে না দেওয়া। তার সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়া। শরীরে যে জীবাণু প্রবেশ করল, তাকে যে কোষগুলো মেরে ফেলে, সেগুলো কিন্তু লিভারে তৈরি হয়। লিভার শরীরে ফিল্টারের কাজ করে। যেকোনো দূষিত জিনিস আপনার শরীরে প্রবেশ করুক, খাবারের মাধ্যমে বা রক্তের মাধ্যমে, সেটাকে ছাঁকুনির মাধ্যমে ফিল্টারিং করে লিভার। লিভার যখন দেখে এই জীবাণুটা মানুষের জন্য ক্ষতিকর, তখন সেটা যুদ্ধ করে। এতে লিভারের কোষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে হেপাটাইটিসের লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। তবে একটি ভাইরাল হেপাটাইটিস এ বা ই-তে যেমন তীব্র লক্ষণ হয়, সচরাচর টাইফয়েড হলে, ডেঙ্গু হলে বা চিকুনগুনিয়া হলে, অত বেশি তীব্র লক্ষণ প্রকাশিত হয় না। এখানে খাওয়ার অরুচি থাকে। দুর্বলতা চরমভাবে প্রকাশিত হয়। তবে হেপাটাইটিস হলে, ‘এ’ দিয়ে, ‘ই’ দিয়ে চোখ হলুদ হয়ে যায়, তীব্র বমি হয়। এই লক্ষণগুলো তত বেশি থাকে না। তবে আমরা রক্তের পরীক্ষা করি। যাকে আমরা এসজিবিটি বলি। বিশেষ পরীক্ষা। এটা কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, এমনকি টাইফয়েড জ্বরে কিছুটা বাড়ে। তখন আমরা রোগীদের বলি, ‘দেখুন আপনার লিভারের কার্যক্রম কিছুটা দুর্বল হয়েছে। এ জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে।