শব্দদূষণ কি কানে কম শোনার ক্ষেত্রে প্রভাব ফেলে?
শব্দদূষণ কানের জন্য ক্ষতিকর একটি বিষয়। শব্দদূষণে কানের ক্ষতির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৪তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শব্দদূষণ কি কানে কম শোনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে?
উত্তর : অবশ্যই। আধুনিক এ সভ্যতার যুগে, বিশেষ করে যেখানে আমরা স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতন নই, এ রকম দেশ, এ রকম সমাজে, এ রকম পারিপার্শ্বিকতায় এটি ক্রমে একটি বড় কারণে পরিণত হচ্ছে। আমরা একে বলি নয়েজ ইনডিউজড হিয়ারিং লস। আমাদের কান কতটুকু শব্দ, কী মাত্রার শব্দ প্রতিদিন কতটুকু নিতে পারবে এর একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। আমরা যেমন এখানে কথা বলছি, একে যদি মাপি, তাহলে ৫০/৬০ ডেসিবেল হবে। তবে যদি ৮৫ ডেসিবেল শব্দমাত্রা হয়, তাহলে সমস্যা। আমরা যদি ৮৫ ডেসিবেল মাত্রার শব্দে সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত থাকি, তাহলে হয়তো ক্ষতিটা দীর্ঘমেয়াদি হবে না। তবে এর পর সামান্য, এমনকি তিন ডেসিবেল লেবেল শব্দমাত্রা যদি বেড়ে যায়, তাহলে ক্ষতি হবে। তবে আমাদের বাইরে যে হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো ৯০/১০০ ডেসিবেল। এ ধরনের শব্দের মধ্যে দীর্ঘক্ষণ থাকলে কানের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটি সহজেই অনুমান করা যায়।