দাঁত ফেলে দিলে কি চোখের সমস্যা হয়?
অনেকে ভাবেন, দাঁত ফেলে দিলে চোখের ক্ষতি হয়। চোখের নার্ভ নষ্ট হয়ে যায় বা চোখের ওপর ভীষণ চাপ পড়ে। এই জন্য দাঁত ফেলতে অনীহা প্রকাশ করেন। তবে দাঁত ফেলে দিলে কি আসলেই চোখের সমস্যা হয়?
এ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের ডেন্টাল বিভাগের পরামর্শক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাঁত ফেলে দিলে কি চোখের সমস্যা হয়?
উত্তর : দাঁত ফেলে দিলে চোখের সমস্যা হয়—এ কথাটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দাঁত চলে গেলে চোখের কোনো ক্ষতি হবে, এমন কিছু আসলে জানা যায়নি। তবে আমরা দাঁত না ফেলে দেওয়ার চেষ্টা করব। দাঁতকে রাখার এখন অনেক আধুনিক চিকিৎসা বাংলাদেশে এসেছে। এসব চিকিৎসা বেশ ভালোমতো হয়।
বিশ্বে উদ্ভাবিত যেকোনো আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে করা হয়। বাংলাদেশের রোগীরা এখন এসব ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন এবং এগুলো তুলনামূলকভাবে অল্প খরচে করা হয়। আমাদের দেশের মানুষ বিভিন্ন রোগের ক্ষেত্রে বাইরে চিকিৎসা করাতে যান। দেশে চিকিৎসা করবেন কি না, এ বিষয়ে চিন্তা করেন। তবে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে বিষয়টি ভিন্নভাবে ঘটে। বাংলাদেশের বাইরে থেকে মানুষ আসে একই মানের চিকিৎসা অপেক্ষাকৃত কম মূল্যে এই দেশে করার জন্য।