ডায়াবেটিসের রোগীদের চোখের সমস্যা বেশি হয় কেন?
ডায়াবেটিসের রোগীদের চোখে বেশি সমস্যা হয়। তাদের চোখের সমস্যাগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, রিফ্লেকটিভ এরোর, আনস্টেবল স্টাইজ ইত্যাদি।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চোখের সমস্যা সাধারণের তুলনায় বেশি হয় কেন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. মোস্তাক আহমেদ। বর্তমানে তিনি কর্নেল মালেক মেডিকেল কলেজে চক্ষুবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিসের রোগীদের চোখের সমস্যা হয় কেন?
উত্তর : ডায়াবেটিস হলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। সাধারণত রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে চোখের বিভিন্ন সমস্যা হয়। টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যাকে আমরা জুভিনাল ডায়াবেটিস বলি। টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, আমরা বলি অ্যাডাল্ট কনসেট ডায়াবেটিস মেলাইটাস। আরেকটি হলো জেসটেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা গর্ভবতী নারীর হয়ে থাকে। সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিসের ডায়াবেটিস রেটিনোপ্যাথিটা বেশি হয়। টাইপ টু ডায়াবেটিস যেটা সেটাতেও ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়। ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে মূলত রেটিনার যে রক্তনালি সেখানে বেশি সমস্যা হয়। এর কারণে রেটিনায় রক্তপাত হবে। মিউট্রাসে রক্তপাত হবে। অপরিণত নতুন রক্তনালি হবে। রক্তপাত হবে চোখের ভেতর। শেষ পর্যন্ত রেটিনা ছিঁড়ে যেতে পারে। এসব কারণে চোখের অন্ধত্ব হতে পারে।