মেয়েদের কি ব্রণ বেশি হয়?
ব্রণের সমস্যা নারী-পুরুষ উভয়েরই হয়। সাধারণত বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা বেশি হয়। তবে এ সমস্যায় নারীরা কি একটু বেশি আক্রান্ত হন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০১তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিডিভি ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন।
প্রশ্ন : এটি তো সবার বেলায় হচ্ছে না। কারো কারো হচ্ছে। মেয়েদের কি বেশি হয়?
উত্তর : আমার ধারণা, কথাটা অনেকটা সঠিক। মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। তবে আমার মনে হয়, এটি কেবল হরমোনের প্রভাবের জন্য নয়। মেয়েরা যেহেতু একটু রূপচর্চায় ঝুঁকে, তাই অন্যান্য সমস্যাও থাকে। যেমন একটি ভালো কসমেটিক ব্যবহার না করা, একটি ভালো মানের ফেসওয়াশ ব্যবহার না করা, এগুলোও একটি কারণ হিসেবে আসে। ভালো মানের হলেও একেকজনের ত্বকের ধরন একেক রকম। এই জন্য ভালো মানও লাগবে এবং কসমেটিকসটি তার জন্য যথার্থ কি না, সেটি দেখতে হবে।