হার্টের ক্ষেত্রে কখন স্ক্রিনিং করবেন?
হার্টের সমস্যা প্রতিরোধে স্ক্রিনিং করা জরুরি। তবে এই স্ক্রিনিং কখন থেকে শুরু করা প্রয়োজন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্ক্রিনিং কীভাবে করা হয়?
উত্তর : এখন অনেক কার্ডিওলজিস্ট। আর তাঁরা খুব ভালো। হার্টের সাধারণ পরীক্ষাগুলো করে আমরা জানতে পারব যে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন কি না।
প্রশ্ন : তরুণরাও এ ধরনের ঝুঁকির মধ্যে পড়েন। তাহলে কখন থেকে এই স্ক্রিনিং করা শুরু করা প্রয়োজন বলে আপনি মনে করেন?
উত্তর : যেসব পরিবারে হার্টের সমস্যার ঘটনা রয়েছে, তাদের পরিবারের সদস্যদের অতিদ্রুত স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ, এটি কখনো নির্ধারিত নয় যে এটা ৩০ বছরে হবে বা ৬০ বছর বয়সে হবে। সাধারণত ষাটের বেশি বয়সে মৃত্যুর হার অনেক। তবে তার অর্থ এই নয় যে প্রাপ্তবয়স্ক রোগী যারা আছে, তাদের হওয়ার আশঙ্কা নেই। কারো এ জাতীয় ইতিহাস যদি পরিবারে থাকে, তাদের উচিত একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া। তার পরামর্শ নিয়ে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসা।