খুশকি হয় কেন?
খুশকি একটি প্রচলিত সমস্যা। খুশকি চুলের সৌন্দর্য নষ্ট করে এবং চুলকে ক্ষতিগ্রস্ত করে। খুশকি কমবেশি হয় না এমন মানুষ সাধারণত পাওয়া মুশকিল। কারো কারো এই সমস্যা তীব্র হয়ে দাঁড়ায়।
বিভিন্ন কারণে এই সমস্যা হয়। সাধারণ কারণ থেকে শুরু করে জটিল কারণ রয়েছে এর। খুশকি কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৬তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল বিডির ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : খুশকি হওয়ার কারণ কী?
উত্তর : খুশকি একধরনের সাদা চামড়া। খুশকি কিন্তু রোগের কারণে হতে পারে। আবার সাধারণ কারণেও হতে পারে।
খুশকি চুল পড়ার একটি প্রধান কারণ। শুষ্ক ত্বকে খুশকি বেশি দেখা যায়। আর যাদের ত্বক তৈলাক্ত সেখানে ধুলাময়লা জমে কিন্তু খুশকি হয়। এরপর ফাঙ্গাস থেকেও খুশকি হতে পারে। এসব কারণে সাধারণত খুশকি হয়। খুশকি অতিরিক্ত হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ জেনে চিকিৎসা করুন।