মাইগ্রেন ও দুশ্চিন্তার কারণে মাথাব্যথা, বুঝবেন কীভাবে?
মাথাব্যথার অনেক ধরন রয়েছে। এর মধ্যে দুই ধরনের মাথাব্যথা হলো মাইগ্রেন হেডঅ্যাক ও টেনশন (দুশ্চিন্তা) হেডঅ্যাক।
এই দুই ধরনের মাথাব্যথার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৪তম পর্বে কথা বলেছেন ডা. মো. শহীদুল্লাহ সবুজ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কারণে মাথাব্যথা হচ্ছে সেটি কি বোঝা যায়?
উত্তর : হ্যাঁ, বোঝা যায়। আমরা সাধারণত ইতিহাস নিয়ে থাকি। দেখা যায় মাইগ্রেনের মাথাব্যথার পারিবারিক ইতিহাস থাকে। মা-বাবা বা ফুপু বা খালার ইতিহাস থাকে মাথাব্যথার। এই মাথাব্যথা হয় হঠাৎ করে। সাধারণত দেখা যায় মাথাব্যথার সঙ্গে চোখে ঝাপসা দেখে। বমি হয়। খুবই তীব্র হয়। দু-এক ঘণ্টা রোগী কোনো কিছু করতে পারে না। তার স্বাভাবিক যে কাজ সেটি সে করতে পারেন না। শুয়ে থাকতে হয়। তখন দেখা যায় শব্দ বা আলো এগুলো তার মাথাব্যথাকে বাড়িয়ে দেয়। এভাবে আমরা ইতিহাস নেই।
আর একটি মাথাব্যথা হয় সেটি দুশ্চিন্তার জন্য। সেই মাথাব্যথাটা সব সময় থাকে, সারা দিন একই রকম। একটানা কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। সাধারণত রোগী বলে আমার ঘুম কম হয়, অথবা কোনো কারণে উদ্বেগ রয়েছে। অধিকাংশ সময় আমরা ইতিহাস নিয়ে এবং রোগীকে পরীক্ষা করে বলতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে মাথাব্যথাটা এই রকম।