নাক দিয়ে রক্ত পড়া বন্ধে যা করবেন
অনেক কারণ রয়েছে নাক দিয়ে রক্ত পড়ার। নাক দিয়ে রক্ত পড়ার বিভিন্ন কারণগুলো হলো ঠান্ডা, ফ্লু, অ্যালার্জি, শুষ্ক বাতাস ইত্যাদি। যদি প্রায়ই নাক দিয়ে রক্ত পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আর নাক দিয়ে রক্ত পড়লে তা দ্রুত বন্ধ করা প্রয়োজন। কিছু পদ্ধতি রয়েছে, যা দ্রুত নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করবে। বোল্ডস্কাই জানিয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ।
সাদা ভিনেগার
ভিনেগার নাক পরিষ্কার করতে সাহায্য করে। এটা ক্ষত নিরাময়েও সাহায্য করবে। একটি তুলার বলকে সাদা ভিনেগারে ভিজিয়ে নাসারন্ধ্রের ভেতরে রক্তপাতের জায়গায় লাগাতে পারেন। কয়েক মিনিট চেপে রাখুন এবং দেখুন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
গরম পানির ভাপ
অনেক সময় গুমোট ভাবের জন্য নাক দিয়ে রক্ত ঝরতে পারে। এমন হলে উষ্ণ পানির ভাপ নেওয়া যেতে পারে। ভাপ নিলে সংকুচিত রক্তনালি শিথিল হবে এবং রক্ত পড়া বন্ধ হবে।
লবণ
অ্যালার্জি হলেও নাক থেকে রক্ত পড়তে পারে। এ ক্ষেত্রে এক কাপ পানিতে এক চা-চামচ লবণ মেশান। এই পানি দিয়ে নাকে পানির ছিটা দিন।
বরফ
যদি আঘাতের কারণে নাক দিয়ে রক্ত ঝরে তবে বরফ ব্যবহার করতে পারেন। এটি প্রদাহ রোধ করতে সাহায্য করবে। একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে সামান্য বরফ খণ্ড নিন। এই ব্যাগকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন। এবার বরফঢাকা তোয়ালেকে আস্তে করে নাকের হাড়ের ওপরে চেপে ধরুন এবং রক্ত বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ভিটামিন ই তেল
প্রচণ্ড ঠান্ডায় শুষ্ক আবহাওয়াতেও কখনো কখনো নাক শুষ্ক হয়ে যায় এবং তখন নাক দিয়ে রক্ত পড়ে। ভিটামিন ই তেল এই রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে। একটি রুমালে একটু তেল নিয়ে রক্তপাতের জায়গায় আস্তে আস্তে চাপ দিন। কয়েকবার এটি করুন দেখবেন রক্তপাত বন্ধ হবে।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সি কোলাজেন গঠনে সাহায্য করে। এটি ক্ষত রোধ করে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এই ভিটামিন রোগ প্রতিরোধক্ষমতাকে বৃদ্ধি করে। আপনার যদি ফ্লু বা ঠান্ডাজনিত সমস্যায় নাক দিয়ে রক্ত পড়ার ইতিহাস থাকে, তাহলে ভিটামিন সি-এর কল্যাণে সেটা বন্ধ হতে পারে। লেবু, টমেটো, কমলা, পেয়ারা, আমলকী, জলপাই ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ঠান্ডাজনিত কারণে নাক দিয়ে রক্ত পড়া রোধে নিয়মিত এসব খান।