আইসিইউতে কী দেখা হয়?
সাধারণত একজন জটিল রোগীকে চিকিৎসার জন্য আইসিইউতে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এ সময় রোগীর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেসিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত ।
প্রশ্ন : কী কী বিষয় আইসিইউতে পর্যবেক্ষণ করা হয়?
উত্তর : রক্তচাপ আমরা এমনিতেও হাত দিয়ে মাপি বা যন্ত্র দিয়ে মাপি। আইসিইউতে রক্তচাপকে নিয়মিত গ্রাফিক্সে দেখা হয়। প্রতি সেকেন্ডে রক্তচাপের মাপ আসবে। সেন্ট্রাল ভেনাস প্রেশার বলে একটি কথা রয়েছে। আপনার শরীরে রক্তের পরিমাণ কতটুকু, সেটার একটি গাইডলাইন দেয় সেন্ট্রাল ভেনাস প্রেশার। নাকের মধ্যে একটি নল দিয়ে আমরা তাপমাত্রা সব সময় দেখছি। রক্তে অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইত্যাদি দেখা হয়। আবার আমরা দেখি পিএইচ কত, ইলেকট্রোলাইট কত। এগুলো আমরা নিয়মিত দেখি।
প্রশ্ন : আইসিইউতে অনেক সময় ভেন্টিলেশনে দিতে হয়। এর মানে কী?
উত্তর : তার নিজের শ্বাসে যখন আর কুলাচ্ছে না, তার শরীরের চাহিদা মেটানোর জন্য যতটুকু শ্বাস নেওয়া প্রয়োজন, সে হয়তো নিচ্ছে না। আবার হয়তো নিচ্ছে, তবে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে। এসব ক্ষেত্রে আপনি যদি কৃত্রিমভাবে ভেন্টিলেট করেন, এই বিষয় দুটো দেওয়া যায়। সেগুলো তাদের বেলায়, যাদের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ভালো রয়েছে। তাদের কেবল ভেন্টিলেশন দিলে সে সুস্থ হয়ে যাবে। উদাহরণ দিই, অনেকে বিষ খেয়ে আসে বা সাপে কাটে, গুলেনবেরি সিনড্রম—এসব রোগী একটি নির্দিষ্ট সময়ের জন্য প্যারালাইজড থাকে, শ্বাস নিতে পারে না। তবে তারা সবাই একটি সময় পর আবার শ্বাস নিতে পারে। সেই সময়টা ভেন্টিলেশন দিলে পরে তাদের অবস্থা খুব ভালো। তবে আমাদের দেশে একটি বিষয় রয়েছে, একদম মরার আগে, আইসিইউতে ভরে চিকিৎসা দেওয়া হয় বা রোগীরা দিতে চায়।