আইসিইউতে রোগীকে কখন রাখা হয়?
সাধারণত জটিল রোগীদের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তবে কত দিন পর্যন্ত রাখা হবে, এটি নির্ভর করে রোগীর অবস্থার ওপর।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. শাহেরা খাতুন বেলা। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন রোগীকে আইসিইউতে কখন রাখা যাবে, সেটি নির্ভর করে কিসের ওপর?
উত্তর : রোগীর অবস্থার ওপর বিষয়টি নির্ভর করে। একজন রোগী হয়তো কোমায় রয়েছে, তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হচ্ছে। সেখানে রোগীর শ্বাস বন্ধ না হলে তো আমি যন্ত্র বন্ধ করতে পারব না। অনেকে বলেন, টাকা দিতে পারব না। মেশিন বন্ধ করে দেন। আমরা তো সেটা পারি না। আমরা তখন সাহায্য করি। ব্যক্তিগতভাবে আমি সাহায্য করেছি টাকাপয়সা দিয়ে। তারপরও তো সবার একটি সীমা থাকে, এত টাকা খরচ করতে পারে না। এখন হয়তো রোগীর সঙ্গে কেউ এলো, সে কষ্ট করে হয়তো বারান্দায় রাতটা কাটিয়ে দিল। সরকারি হাসপাতালে তাও এটি সম্ভব। বেসরকারি হাসপাতালে সম্ভব নয়। তো অ্যাটেনডেন্সের কিছু খরচ হয়। সবকিছু মিলে রোগীর খরচের সঙ্গে অ্যাটেনডেন্সের খরচ মিলে বিশাল একটি খরচ হয়।