জ্বরের চিকিৎসায় সাপোজিটরি নিলে সমস্যা হয়?
জ্বর অনেক বেড়ে গেলে অনেকেই সাপোজিটরি দেয়। এটি দেওয়া কি ঠিক? এর কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দীন। বর্তমানে তিনি বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে একটু জ্বর বেড়ে গেলেই সাপোজিটরি নিয়ে থাকেন। এতে কোনো সমস্যা হয় কি?
উত্তর : সাপোজিটরি নিলে কোনো সমস্যা নেই। ৫০০ মিলিগ্রামের নিতে পারে। রেকটাম দিয়ে শোষণ বেশি হয়। তাই ভালোই, খারাপ নয়। তবে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়াই ভালো। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। এ ছাড়া প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মিলিগ্রাম দিনে চারবার নিতে পারবে। চারবারের বেশি না নেওয়াই ভালো। এরপর যদি দেখা যায় কারো জ্বর ১০২ থাকছে, সে আরেকটি খেয়ে নিতে পারে। ১০২-এর বেশি জ্বর হলে অন্যান্য জিনিস করতে হয়, প্যারাসিটামল ছাড়া। গোসল করে ফেলতে পারে। পানি পান ছাড়াও বরফের স্যাঁক দিতে পারে। ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে পারে। এগুলো জ্বরে ভালো কাজ করে। কোনোমতেই আমাদের চেষ্টা হওয়া উচিত নয় যে জ্বর একদম নামিয়ে ফেলব। তিন/চার দিন ১০০ জ্বর থাকলে কিছু হবে না। একইভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।