প্রসব-পরবর্তী সময় কী
গর্ভাবস্থা একটি ঝুঁকিপূর্ণ সময়। তবে প্রসব-পরবর্তী সময়েও কিন্তু অনেক জটিলতা থেকে যায়। রক্তস্বল্পতা, দুর্বলতা ইত্যাদি হয় এই সময়টায়। সাধারণত সন্তান জন্মের পর থেকে দেড় মাস সময়টিকে প্রসব-পরবর্তী সময় বলা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রসব-পরবর্তী সময় কী?
উত্তর : প্রসব-পরবর্তী সময় হিসেবে আমরা ধরে নিই, বাচ্চা হওয়ার পর থেকে ছয় সপ্তাহ পর্যন্ত। দেড় মাস। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানে যে গর্ভাবস্থা একটি গুরুত্বপূর্ণ সময়। তবে প্রসব-পরবর্তী সময়টা যে খুব গুরুত্বপূর্ণ সেটি জানে না। কারণ, তখন মাও অসুস্থ থাকে, আবার নতুন একটি শিশুর আগমন হয়। মা ও শিশু দুজনেরই পরিচর্যা করতে হয় এ সময়।