প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কাদের বেশি?
প্রোস্টেট ক্যানসার পুরুষদের হয়। সাধারণত প্রবীণ বয়সের পুরুষদের এই সমস্যা বেশি হতে দেখা যায়। প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কাদের বেশি?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৩তম পর্বে কথা বলেছেন ডা. রকিব উদ্দীন আহম্মেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন বয়সে প্রোস্টেট ক্যানসার বেশি হয় এবং কারা ঝুঁকিপ্রবণ?
উত্তর : এটি বয়স্কদের একটি রোগ। তরুণ বয়সে এই রোগগুলো সাধারণত হয় না। সাধারণত চল্লিশের পর থেকে প্রোস্টেট ক্যানসারের প্রবণতা বাড়তে পারে। বয়স যত বাড়তে থাকবে, এর প্রবণতাটাও তত বাড়তে থাকবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসার বেড়ে যাবে। এটি পরিবার থেকেও আসতে পারে। বংশগত হতে পারে। অর্থাৎ বাবা বা ভাইয়ের যদি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি থাকে, তবে সেটিও বেড়ে যাবে। আরো কয়েকটি বিষয় প্রোস্টেট ক্যানসারের ঝুঁকির সঙ্গে জড়িত। স্থূলতা একটি বড় ধরনের কারণ। কর্মহীনতা একটি কারণ। অর্থাৎ যারা শুয়ে বসে জীবন কাটায়, কোনো কাজ করে না, তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি। যারা ব্যায়াম করে না, কায়িক পরিশ্রম করে না, তাদের এর প্রবণতা বেশি। আবার ধূমপানের সঙ্গেও সম্পর্ক রয়েছে। কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যেগুলো কৃষকরা ব্যবহার করে সারের জন্য। এগুলোও প্রোস্টেট ক্যানসারের সঙ্গে জড়িত।