শ্বাসযন্ত্রের সমস্যা করতে পারে শীতপোশাক
শীত শেষে শীত পোশাক আমরা তুলে রাখি। আবার পরের বছর শীত এলে ব্যবহার করি। তাই এ ধরনের পোশাকগুলো অনেকদিন ধরে সূর্যের মুখ দেখতে পায় না। এজন্য এসব পোশাকের মধ্যে ফাঙ্গাস ও জীবাণু জন্মায়। এই কাপড়গুলো না ধুয়ে বা পরিষ্কার না করে ব্যবহার করলে শ্বাসযন্ত্রের নানা সমস্যা হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৪তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ তৌফিক হাসান। বর্তমানে তিনি টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীত পোশাকের সঙ্গে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা রয়েছে?
উত্তর : হ্যাঁ, রয়েছে। এই বিষয়টি আমরা অনেকে খেয়াল করি না। এসব পোশাক অনেক দিন আলমারিতে পড়ে থাকে বলে ধুলা হয়। এগুলো সূর্যের আলোর মুখ দেখে না। এতে ফাঙ্গাস বা অন্যান্য জীবাণু সুন্দরভাবে বাসা বেঁধে বসে থাকে। সুন্দর করে রেখে দেওয়ার পর যখন আমি নতুন করে আবার পরতে যাব, তখন ফাঙ্গাসগুলো শরীরে প্রবেশ করে। এতে সংক্রমণ হয়। দেখা যায়, শীতকে নিবারণ করার জন্য শীতের পোশাক পরে আরো বিপদে পড়ে গেল। এই জন্য আমরা রোগীদের বলি পোশাক ব্যবহারের আগে কিছু বিষয় খেয়াল রাখবেন। যদি আপনার এর প্রতি সংবেদনশীলতা থাকে, বাড়ির অন্য সদস্যদের দিয়ে পোশাকগুলোকে ভালোমতো রৌদ্রে দিয়ে, ভালোমতো ঝেড়ে মুছে, ধুয়ে, এরপর পরবেন।
অনেকে কম্বল ব্যবহার করে, তবে কম্বলে কোনো কাভার থাকে না। এতে কম্বলের যে আঁশগুলো থাকে সেখানে ফাঙ্গাস, অন্যান্য জীবাণু খুব সুন্দরভাবে বসে থাকে। তাই কম্বলে কাভার ব্যবহার করুন। এ ছাড়া এমন কার্পেট কখনো ব্যবহার করবেন না, যাতে ময়লা বসে থাকে।