টাক পড়ে কেন?
চুল পড়তে পড়তে অনেকের মাথায় টাক পড়ে যায় বা টাক পড়ার মতো অবস্থা হয়। টাক পড়ার কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৬তম পর্বে কথা বলেছেন ডা. রাশেদ মোহাম্মদ খান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাথার চুল একসময় কমতে কমতে পাতলা হতে হতে টাকে পরিণত হয়। এর কারণ কী?
উত্তর : এটা আসলে একটি প্রাকৃতিক প্রক্রিয়া। চুলের তিনটি পর্যায় রয়েছে। একটি হলো গ্রোয়িং, মানে গজাচ্ছে। কিছুদিন থাকবে, আবার পড়ে যাবে। এটি প্রাকৃতিক প্রক্রিয়া। প্রতিদিন একশ থেকে দেড়শ চুল পড়বে ও গজাবে। এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনেকেরই পঞ্চাশটা চুল পড়ছে। সে ভয় পেয়ে যায়। আসলে এটি হলো প্রাকৃতিক প্রক্রিয়া। তবে আজকাল চুল পড়ে। এটাও বেড়েছে। কারণ হলো, আমাদের খাদ্যাভ্যাস। আমাদের আজকে তরুণরা প্রচুর ফাস্টফুড খাচ্ছে। সবজি খাচ্ছে না, ফল খাচ্ছে না। এ ছাড়া চুলের বিভিন্ন রকম প্রসাধনী ব্যবহার করছে তারা। চুলে হিট দিচ্ছে। চুলে যত হিট দেবে, চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। চুল ভেঙে যাবে।
আবার কারো গর্ভাবস্থার পর চুল পড়ে। বড় একটি সার্জারি হলো। চুল পড়ে যেতে পারে। অনেক সময় কিছু ওষুধ রয়েছে। যেগুলো খেলেও চুল পড়ে যেতে পারে। আবার কারো কারো দেখা যায়, গোল গোল হয়ে কোথাও কোথাও চুল পড়ে যাচ্ছে। আমরা একে বলি এলোপেসিয়া এরিয়েটর। অনেকে এটি সমস্যায় টাক পোকার দোষ দিয়ে থাকে। টাক পোকার কোনো অস্তিত্ব আসলে নেই। তবে এর চিকিৎসা রয়েছে।
তবে আরো যেটি বলতে চাইছি, এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া বা বংশগত চুল পড়া। এর বংশগত বিষয় রয়েছে। পরিবারের কারো না কারো মাথায় চুল কম রয়েছে। দেখা যায়, সামনে থেকে চুল পড়ে যাচ্ছে। পেছন থেকে চুল পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে একটি টাকের সৃষ্টি হচ্ছে। এর একটি জিনগত প্রভাব রয়েছে। সঙ্গে একটি হরমোনের প্রভাব রয়েছে। এন্ড্রোজেন হরমোন। এর প্রভাবেও কিন্তু চুল পড়ে। মাথার টাক যেটা হয়, সেটি এই কারণেই হয়ে থাকে।