বিস্ফোরণের কারণে আঘাত : কী করবেন?
বোমা বিস্ফোরণে কিংবা আগুন লাগলে অথবা ডোরবেল বা টেলিফোনের বৈদ্যুতিক বিস্ফোরণে দাহ্য গ্যাস জমা হয়। বিস্ফোরণে আক্রান্ত ব্যক্তির কানের পর্দা ফেটে যেতে পারে অথবা কাচের টুকরো বা অন্য দ্রব্য ছুটে এসে অন্যান্য আঘাত ঘটাতে পারে।
উপসর্গ
• শ্বাসকষ্ট
• কাশির সঙ্গে রক্ত পড়তে পারে
• বিভিন্ন স্থানে আঘাত হতে পারে
• শকের উপসর্গ দেখা দিতে পারে
কী করবেন
• আহত ব্যক্তিকে আশ্বাস দিন, আঘাতের পরিমাণ দেখতে যতটা সম্ভব কম নড়াচড়া করুন।
• রোগীর অবস্থা ভালো থাকলে তাকে অর্ধেক বসা অবস্থায় রাখুন। মাথা ও কাঁধে সাপোর্ট দিয়ে রাখুন।
• আঁটশাট পোশাক থাকলে সেটি ঢিলা করে দিন।
• রক্তচাপ নিয়ন্ত্রণ করুন, ক্ষতের চিকিৎসা করুন। শরীরের কোথাও পুড়ে গেলে তার চিকিৎসা করুন। হাড় ভাঙলে ভাগ হয়ে নিশ্চল করুন।
• রোগীর শ্বাস প্রশ্বাসের হার, হৃদ স্পন্দন পরীক্ষা করুন এবং রোগীর সাড়া দেওয়ার মাত্রা পরীক্ষা করুন।
• যদি রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, কিংবা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, দ্রুত কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া শুরু করুন।
• রোগীকে হাসপাতালে স্থানান্তর করুন।
বাইরের বস্তু দিয়ে পেটে ক্ষত তৈরি হলে
• রোগীকে যতটা সম্ভব স্বস্তি দিতে হবে।
• প্রক্ষিপ্ত বস্তু অপাসারণ করার চেষ্টা করবেন না।
• বস্তুটির চারপাশে রিং প্যাড রাখুন। রিং প্যাডটি তৈরি করবেন কাপড় ভাজ করে প্রয়োজনীয় আকারে।
• রিং প্যাডের ওপর ড্রেসিং রাখুন, রিং প্যাড ও ড্রেসিং দুটোতেই পেটের সঙ্গে ব্যান্ডেজ বাঁধুন।
• অভ্যন্তরীণ রক্তপাতের চিহ্নগুলো পর্যবেক্ষণ করুন। যেমন : দ্রুত গতির দুর্বল নাড়ি, ছোট ছোট শ্বাস, ঘাম, ত্বক ফ্যাকাসে হওয়া এবং চেতনা।
লেখক : সহযোগী অধ্যাপক অধ্যাপক অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ