জন্মের সময় আঘাতের কারণে যেসব সমস্যা হয়
শিশুর জন্মের সময় অনেক ক্ষেত্রে দুর্ঘটনাবশত আঘাতজনিত সমস্যা হতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯১তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটি শিশুর জন্মের সময় আঘাতজনিত সমস্যা হতে পারে। কারো হাতে হতে পারে, মাথায় হতে পারে। আর আমাদের দেশে জন্ম প্রক্রিয়াটা সব ক্ষেত্রে প্রশিক্ষিত ধাত্রী দিয়ে হয় না। কী কী সমস্যা হতে পারে?
উত্তর : জন্মের সময় আমরা যেই সমস্যাটা বেশি দেখি, সেটি হলো হাতে আঘাতজনিত সমস্যা। হাতটা প্যারালাইসিস থাকে। বিভিন্ন মাত্রায় প্যারালাইসিস হতে পারে। দেখা যায়, কোনো কোনো বাচ্চার সম্পূর্ণ হাতটাই প্যারালাইসড হয়ে গেছে। যদি হাতের কাজ ঠিক থাকে, তবে কনুই অথবা কাঁধ উঠাতে পারে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সে কাঁধও উঠাতে পারছে না, কনুইও উঠাতে পারছে না, আমাদের সম্পূর্ণ যে ঘাড়, ঘাড় থেকে যে স্নায়ু আসে, এর থেকে আবার বড় বড় তিনটি স্নায়ু তৈরি হয়ে আমাদের হাতকে কর্মক্ষম রাখে। ওই পাঁচটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা বলি প্যান বা সম্পূর্ণ হাতে সমস্যা হয়।
এগুলো বাচ্চার ক্ষেত্রে কেন তৈরি হয়? প্রসবের সময় প্রশিক্ষিত লোক দিয়ে করা হয় না। আবার অনেক সময় প্রশিক্ষিত লোকজনের হাতে দুর্ঘটনাবশত হতে পারে। আবার অনেক সময় বাচ্চার যদি সোল্ডার ডিসটরসিয়া থাকে, আবার মায়ের ডেলিভারির আগে পরে যদি বিভিন্ন সমস্যা থাকে, তাহলেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যেও ঘটছে। যদি শুধু গাইনোকলোজিস্টের দোষে সেটি হতো তাহলে সেসব দেশে, আরো কম হতো। সেখানেও কিন্তু এ ধরনের রোগীর সংখ্যা অনেক।