অনিয়মিত হৃদস্পন্দন কেন হয়?
অনিয়মিত হৃদস্পন্দন অনেকেরই হয়। তবে এর কারণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৩তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম । বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের হৃদস্পন্দন ছান্দিকভাবে হয়। এটি কখনো কখনো অনিয়মিত হয়। এই অনিয়মিত হওয়ার কারণ কী? এই অনিয়মিত মানে কী?
উত্তর : অনিয়মিত বলতেই বোঝা যাচ্ছে এটা নিয়মের মধ্যে না। আমাদের হার্ট বিট সাধারণত ৬০ থেকে একশর মধ্যে প্রতি মিনিটে বিট করে। এটা আমরা নাড়ির গতি দেখে বুঝতে পারি। যদি কোনো কারণে ষাঠের নিচে নেমে যায়, সেটি একটি অনিয়ম হলো। অথবা একশর ওপরে চলে যায়, সেটি একটি অনিয়ম হলো। এই যে ষাঠের নিচে নেমে যাওয়া এবং একশর ওপরে চলে যাওয়া, এটি নিয়মিতভাবে হতে পারে, আবার অনিয়মিতভাবে হতে পারে। একে আমরা বলি অনিয়মিত হৃদস্পন্দন।
এর কারণে মধ্যে হৃদপিণ্ড বা হার্টের নিজস্ব কারণ রয়েছে। হার্টের নিজস্ব কারণে হতে পারে। আমরা জানি যে বাতজ্বরজনিত যে হার্টের ভাল্ভের রোগ, সেই রোগ থেকে হতে পারে। অথবা আমরা যেগুলোকে ইসকেমিক হার্ট ডিজিজ বলি বা করনারি আর্টারি ব্লকের কারণে হার্টের যে রোগ হয়, সেখান থেকে হতে পারে। এ ছাড়া হার্টের ভেতর কিছু অস্বাভাবিক টিস্যু থাকার কারণে হতে পারে। এ ছাড়া হার্টের বাইরেও কারণ রয়েছে। হরমোন জনিত কারণ রয়েছে। আবার রক্তের ত্রুটির কারণেও হার্টে এমন অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে।
প্রশ্ন : অনিয়মিত হৃদস্পন্দনে কোনো কিছু কি ঝুঁকি বাড়ায়?
উত্তর : ঝুঁকি বাড়াতে পারে। যেমন : ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এরপর পারিবারিক ইতিহাস, মানসিক চাপযুক্ত অবস্থা- এসব কারণে অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি অনেক বাড়তে পারে।