শীতে ত্বকে যেসব সমস্যা হয়
শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এতে বিভিন্ন সমস্যা বাড়ে। শীতে ত্বকের বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল ওয়াহাব।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতে ত্বকে কী ধরনের পরিবর্তন বেশি হয়?
উত্তর : ত্বক হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। অতএব, বাহ্যিক যদি কোনো রোগ প্রথমে আঘাত করে, তাহলে কিন্তু ত্বককে আঘাত করে। শীতকালে সাধারণত কী হয়? শীতকালে সাধারণত দেখা যায় শুষ্কতা বাড়ে। ত্বকে শুষ্কতা বাড়লে চুলকানি রোগ হয়। তার যদি আরো কোনো অন্য রোগ থাকে, এক্সিমা, ফাঙ্গাস, সোরিয়াসিস থাকে—এগুলো কিন্তু শীতকালে বাড়ে। আর দেখা যায় কনটাক্ট ডার্মাটাইটিস। শীতকালে আমরা কী পরি? সাধারণত উলের কাপড় পরি। উলের স্পর্শকাতরতা অনেক বেশি। এখানেও কিন্তু দেখা যায় যে স্পর্শকাতরতা বাড়ছে।
আরো কিছু সমস্যা হয়। আমার গোসলের জন্য কিন্তু প্রয়োজন হালকা গরম পানি। তারা গোসল করছে একদম বেশি গরম পানি দিয়ে। এখানেও কিন্তু ত্বকের শুষ্কতা বেড়ে যায়। ত্বকের পানি শুষে নেয়।