গরমে শুষ্ক ত্বকের যত্নে করণীয়
শুষ্ক ত্বকের সমস্যাগুলো বেশি হয় শীতে। গরমে সাধারণত এই ধরনের ত্বকের সমস্যা কম হয়। এরপরও কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে দেখা যায়।
গরমে শুষ্ক ত্বকের যত্নে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৮তম পর্বে কথা বলেছেন ডা. রফিক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শুষ্ক ত্বকে গরমকালে কী কোনো কষ্ট হয়?
উত্তর : যাদের শুষ্ক ত্বক থাকে তাদের কষ্ট হয় আসলে শীতে। গরমের সময় তারা অনেক ভালো থাকে। এরপরও যদি ত্বক শুষ্ক থাকে, তাহলে ময়েশ্চারাইজার, ক্রিম বা লোশন ব্যবহার করতে পারবেন। প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করা যাবে।