চুল ও ত্বকের যত্নে নারিকেল তেল
নারিকেল তেল একদিকে যেমন প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, তেমনি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, প্রাণহীন ও রুক্ষ চুলে আনে প্রাণের ছোঁয়া। খুশকি, সোরিয়াসিস এসব স্ক্যাল্প ডিজিজে নারিকেল তেল ওষুধের মতো কাজ করে।
এ ছাড়া রিফাইন্ড নারিকেল তেল চুলের মতো ত্বকের জন্যও একটি নিরাপদ ময়েশ্চারাইজার। এটি এতই নিরাপদ যে চোখের নিচের সংবেদনশীল স্থানেও ব্যবহার করা যায় নিশ্চিন্তে। আন্ডার আই ডার্ক সার্কেল হালকা করার সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতাও বাড়িয়ে দেয়। আবার মেকআপ রিমুভে নারিকেল তেলের জুড়ি নেই।
যানবাহনের কালো ধোঁয়া,হিউমিডিটি, রাস্তার ধুলাবালি, রোদের প্রখরতা এ সব ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। তাই প্রতিদিন কাজ শেষে ঘরে ফিরে কটন বল তেলে দিয়ে ত্বক পরিষ্কার করলে লোমকূপে ময়লা জমবে না, ত্বকও থাকবে পরিচ্ছন্ন ও সুস্থ।
নারিকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব বানিয়ে হালকা ঘষলে মুখের বহিঃস্তরের মৃত কোষ দূর হবে। এতে ত্বক হবে আরো উজ্জ্বল ও দ্যুতিময়।
লেখক : ডার্মাটোলজিস্ট, সিওরসেল মেডিকেল বিডি।