ত্বকের কালো দাগ দূর করতে তিন উপায়
কালো দাগ মুখ ও ত্বকের সৌন্দর্য নষ্ট করে। রোদে বেশি যাওয়া, ব্রণ, হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভাবস্থা, মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, ভিটামিনের ঘাটতি ইত্যাদি মুখে কালো দাগ তৈরি করতে পারে।
কিছু ঘরোয়া উপায় মেনে চললে কালো দাগ অনেকটাই কমানো যায়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
লেবুর রস
১. কিছু লেবুর রস তুলোর মধ্যে লাগান।
২. আক্রান্ত স্থানে সরাসরি এটি লাগান।
৩. একে শুকাতে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. প্রতিদিন অন্তত একবার করে টানা দুই সপ্তাহ এ পদ্ধতি অনুসরণ করুন।
আলু
১. একটি আলুকে কয়েক টুকরো করুন।
২. আলুর টুকরোকে সরাসরি কালো দাগের ওপর রাখুন।
৩. কয়েক মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
হলুদ
১. লেবু রস ও দুধ দিয়ে হলুদের ঘন মিশ্রণ তৈরি করুন।
২. কালো দাগের মধ্যে লাগান।
৩. কয়েক মিনিটের জন্য রেখে দিন।
৪. এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।