উচ্চ রক্তচাপে কফিতে ঝুঁকি!
আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে? আপনি কি কফি খেতে খুব পছন্দ করেন? সতর্কবার্তা আপনার জন্য। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়, উচ্চরক্তচাপের রোগীদের বেশি কফি পান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। হেলথ টুয়েন্টিফোরের প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য।
যুক্তরাষ্ট্রের কার্ডিওলোজিস্ট ডেভিড ফ্রেইডম্যান জানান, উচ্চরক্তচাপের যেসব রোগী খুব বেশি কফি পান করেন- তাঁদের বেলায় এই ঝুঁকি রয়েছে। তিনি আরো বলেন, যেসব মানুষের হার্টের অসুখ রয়েছে তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যাফেইন জাতীয় খাবার কমিয়ে দেওয়াই ভালো।
লন্ডনে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সভায় নতুন গবেষণাটি উপস্থাপন করা হয়। গবেষণাটিতে যাঁরা কফি খান এবং যাঁরা খান না, তাঁদের মধ্যে তুলনা করা হয়। গবেষণার ফলাফলে বলা হয়, উচ্চরক্তচাপে আক্রান্ত ব্যক্তি, যাঁরা কফি পান করেন না তাঁদের তুলনায় যাঁরা খুব বেশি কফি পান করেন তাঁদের এই সমস্যা হওয়ার ঝুঁকি চার শতাংশ বেশি। যাঁরা মধ্যম মানের পান করেন তাঁদের ঝুঁকি তিন ভাগ বেশি। প্রতিদিন এক থেকে তিন কাপ কফি পান করাকে মধ্যম মান এবং চার কাপের অধিক পানকে বেশি ধরা হয়েছে।
তাই উচ্চরক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কফি পান কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।