মানুষের হাড় কত শক্ত?
রাস্তাঘাটে চলতে গিয়ে কিংবা ছেলেবেলায় আমাদের অনেকেরই হাত-পা মচকেছে, অনেকের ভেঙেও গেছে। হাড় ভাঙার ব্যথা ভয়াবহ, তবে মানুষের হাড় কতটা শক্ত-সেটা জানলে বিষয়টা আপনার কাছে আরো ভয়াবহ মনে হতে পারে। মানবদেহের হাড় গ্রানাইট পাথরের সমতুল্য শক্ত, এর সহনশীলতাও গ্রানাইটের চেয়ে কোনো অংশে কম নয়। মানবদেহ নিয়ে এমনই বেশ কিছু বিচিত্র তথ্য পাওয়া গেল স্কুপহুপে, জানলে আপনার বিস্ময় কেবল বাড়বেই-কমবে না!
১. আপনি সকালে যতটা লম্বা থাকেন, সন্ধ্যায় ততটা থাকেন না!
২. প্রতি তিনদিন অন্তর আমাদের পাকস্থলী নতুন সংযোগ তৈরি করে। কারণটা কি জানেন? এমনটা না করলে পাকস্থলী নিজেই নিজেকে হজম করে ফেলবে!
৩. মানুষের হাড় গ্রানাইট পাথরের সমান শক্ত, এর সহনশীলতাও গ্রানাইটের মতোই।
৪. ১৮ বছর বয়সের পর মানুষের মস্তিষ্কের বৃদ্ধি থেমে যায়।
৫. মানবদেহের রক্তনালির সম্মিলিত দৈর্ঘ্য ৬০ হাজার কিলোমিটারেরও বেশি।
৬. চুমু খেলে যতটা না জীবাণু দুজনের মধ্যে সংক্রমিত হতে পারে, তার থেকেও অনেক বেশি হয় হ্যান্ডশেক বা করমর্দন করলে!
৭. আওয়াজদার রক মিউজিকে সাড়া দেয় পেটে থাকা মানবশিশু, লাথি মেরে!
৮. মানবদেহের সবচাইতে শক্ত উপাদান হচ্ছে আমাদের দাঁতের এনামেল।
৯. ফিঙ্গারপ্রিন্টের মতো মানবদেহের আরেকটি ‘ইউনিক’ বা অনন্য প্রিন্ট পাওয়া যায় জিহ্বায়। প্রতিটি মানুষের আঙুলের ছাপের মতোই জিহ্বার ছাপ আলাদা।
১০. মানবদেহের কিডনি শরীরের রক্ত পরিশোধন করে দিনে ৩০০ বারেরও বেশি।
১১. জমজ ব্যতীত, প্রতিটি মানুষেরই রয়েছে আলাদা আলাদা গন্ধ!
১২. মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে প্রায় এক হাজার শব্দ পড়তে পারে।