সূর্যের আলো থেকে কেন মেছতা হয়?
মেছতা খুব প্রচলিত একটি সমস্যা। সূর্যের আলোর সংস্পর্শে আসা মেছতা হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। তবে এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৮তম পর্বে কথা বলেছেন ডা. ইসাবেলা কবির।
ডা. ইসাবেলা কবির বর্তমানে বিআরবি হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সূর্যের আলো থেকে কেন মেছতা হয়?
উত্তর : মেছতা মূলত হয় মেলানিন তৈরির কারণে। সূর্যের আলোটা নাইট্রিক অক্সাইড তৈরি করে। এটি টাইরোসিনেট এক্টিভিটিস বাড়িয়ে দেয়। এ কারণে টাইরোসিন থেকে বেশি বেশি মেলানিন অর্থাৎ পিগমেন্ট তৈরি হয়। যেখানে মেলানিন বা পিগমেন্ট তৈরি হয়, সেই জায়গাটা কালো হতে থাকে। এভাবে সূর্যের আলো মেছতা তৈরি করে।
প্রশ্ন : মেছতা হলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে?
উত্তর : প্রথমে রোগীকে দেখতে খারাপ দেখায়। এটিই প্রধান সমস্যা। মেছতা থেকে ম্যালিগনেন্সি হওয়ার আশঙ্কা খুব কম। এটি ছড়াতে পারে। প্রথমে হালকা বাদামি রঙের থাকে। এরপর ধীরে ধীরে আরো গাঢ় হতে থাকে।
প্রশ্ন : মেছতার সঙ্গে কী অন্য কোনো রোগের সম্পর্ক রয়েছে ?
উত্তর : মেছতার সঙ্গে অন্য কোনো রোগের সম্পর্ক নেই।