চুল পড়ছে : কখন চিকিৎসকের কাছে যাবেন?
চুল পড়া প্রচলিত সমস্যা। তবে দিনে একশটি চুল পড়া কিন্তু স্বাভাবিক। চুল পড়ার সমস্যায় কখন চিকিৎসকের কাছে যেতে হবে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৯তম পর্বে কথা বলেছেন ডা. শারমীন রেজা বুবলী।
ডা. শারমীন রেজা বুবলী বর্তমানে ভিএলসিসি বাংলাদেশ হেলথ কেয়ারের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতে চুল পড়া ভাবটা একটু বেড়ে যায়। যাঁদের এমন সমস্যা হয়, তাঁরা কী করবেন? চিকিৎসকের কাছে আসলে যাওয়া উচিত কখন?
উত্তর : আমরা সাধারণত বলি যে চুলের কিছু চক্র থাকে। চক্রগুলোর মাঝখানে একটি সময় চুল রেস্টিংয়ে থাকে, একটি সময় চুল পড়তে থাকে। তাই প্রতিদিন এক থেকে একশটি চুল পড়া স্বাভাবিক। চুলের হয়তো এমনিতেই ঘনত্ব কম। কারো যদি একশটা পড়ে যায়, তাহলে তো ঘনত্বই থাকবে না। এ ক্ষেত্রে সে যদি মনে করে তার চুল আগের তুলনায় একটু বেশি পড়ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে।
আর চুল পড়া শুধু ঠান্ডা বা গরমের সমস্যা নয়, এটা আমাদের শরীরের ভেতরের সমস্যা থেকেও হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে হতে পারে। কারো ক্ষেত্রে পুষ্টির সমস্যা থাকলেও হতে পারে। গর্ভাবস্থায়ও আমাদের চুল পড়তে পারে। তাই এই জিনিসগুলো মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।