সারা বছর মাউথওয়াশ ব্যবহার কি ঠিক?
দাঁত ও মুখগহ্বর পরিষ্কারে মাউথওয়াশ ব্যবহার করা হয়। অনেকে সব সময় মাউথওয়াশ ব্যবহার করেন। এটি কি ঠিক? আর সব সময় ব্যবহার করলেও কোন ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে হবে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বর্তমানে রাজ ডেন্টাল বিভাগের পরামর্শক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাউথওয়াশ অনেকে সারা বছর ধরে ব্যবহার করেন। এটি কি ঠিক?
উত্তর : ব্যবহার করা যেতে পারে। তবে এটি নির্ভর করে কোন ধরনের মাউথওয়াশ ব্যবহার করছেন, তার ওপর। সাধারণত যে অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ, এগুলো সব সময় ব্যবহার করার প্রয়োজন হয় না। সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করলেই চলে। আর নিয়মিত ব্যবহারের জন্য কিছু মাউথওয়াশ রয়েছে। এগুলো মুখকে সতেজ রাখতে কাজ করে। সেগুলো ব্যবহার করা যেতে পারে।