দিনে ৮০ থেকে ১২০টি চুল পড়া স্বাভাবিক

চুল পড়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তবে দিনে ৮০ থেকে ১২০টি চুল পড়া কিন্তু অস্বাভাবিক নয়। এ বিষয়ে কথা বলেছেন ডা. মেহরাব হোসেন।
ডা. মেহরাব হোসেন বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের ৩৩৮৪তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : কমবেশি সবারই চুল পড়ে। চুল পড়ার হারটা কতখানি হলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে?
উত্তর : চুল আমাদের কমবেশি সবারই পড়ে। একে আমরা চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলি অ্যালোপেসিয়া। আমাদের দৈনন্দিন জীবনে চুল পড়বে, এটি একটি স্বাভাবিক ঘটনা। সাধারণত ৮০ থেকে ১০০ বা ১২০ পর্যন্ত যদি চুল পড়ে, একে আমরা স্বাভাবিক বলি। তার বেশি যদি চুল পড়ে অথবা কোনো রোগের কারণে যদি অস্বাভাবিক চুল পড়ে, একে আমরা অ্যালোপেসিয়া বা ডিজিজ কনডিশন বলে থাকি। তখন এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে।