ডায়াবেটিস হলে কি ত্বকের উজ্জ্বলতা কমে যায়?
ডায়াবেটিস হলে ত্বকে বিভিন্ন সমস্যা হয়; ত্বক হয়ে পড়ে শুষ্ক। ত্বক হারায় তার উজ্জ্বলতা। ডায়াবেটিসের কারণে ত্বকের বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেছেন ডা. রেবেকা সুলতানা।
বর্তমানে ডা. রেবেকা সুলতানা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ডায়াবেটিস হলে কি ত্বকের উজ্জ্বলতায় কোনো প্রভাব পড়ে?
উত্তর : হ্যাঁ, পরিবর্তন হয়। অনেক পরিবর্তন হয়। ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, ত্বক শুষ্ক থাকে। শুষ্ক থাকার কারণে কিন্তু সারা শরীর চুলকায়। যাদের হাই ব্লাড সুগার থাকে, তাদের সাধারণত ডায়াবেটিস হয়। শুষ্কতার কারণে ত্বকটা মলিন হয়ে যায়। খুব দ্রুত বলিরেখা পড়ে। কিছু কালো দাগ দেখা যায়। এমনকি মেছতারও কিন্তু ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া ত্বক মলিন হওয়ার কারণে রোগীদের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। অসুস্থভাবটা তার ত্বকে চলে আসে।