টপিক্যাল স্টেরয়েড অতিরিক্ত ব্যবহারে জটিলতা কী?
স্টেরয়েড এক ধরনের ওষুধ। সাধারণত চামড়ায় লাগানোর স্টেরয়েডকে টপিক্যাল স্টেরয়েড বলে। তবে এ ধরনের স্টেরয়েড বেশি ব্যবহারে শরীরের ক্ষতি হয়।
টপিক্যাল স্টেরয়েডের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১২তম পর্বে কথা বলেছেন ডা. মেহরাব হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টপিক্যাল স্টেরয়েড কী? এটি কখন ব্যবহার করা হয়?
উত্তর : টপিক্যাল মানে হলো চামড়ায় লাগানোর ওষুধ বা বাইরে লাগানোর যেই ওষুধ সেটি। একে আমরা সাধারণত বলি টপিক্যাল স্টেরয়েড।
প্রশ্ন : টপিক্যাল স্টেরয়েড কোন কোন ক্ষেত্রে অপব্যবহৃত হচ্ছে?
উত্তর : আমরা জানি, বাংলাদেশ হলো খুব ঘন বসতিপূর্ণ একটি দেশ। আমাদের এটি গ্রীষ্মপ্রধান দেশ। আমাদের দেশে গাদাগাদি করে থাকার কারণে ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইট, বিভিন্ন স্ক্যাবিজ, ছত্রাকের প্রকোপ অনেক। আমাদের দেশে দেখা যায়, বিভিন্ন ফার্মেসিতে গেলেই মলম দিয়ে দেয়া হচ্ছে। এগুলো ব্যবহারের কারণে রোগীর উপকারতো হচ্ছে না, বরং বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক জটিল হয়ে যাচ্ছে।
টপিক্যাল স্টেরয়েডের খুব অপব্যবহার হয় ছত্রাক জাতীয় ইনফেকশনে। ফার্মেসির লোকেরা রোগ নির্ণয় না করে স্টেরয়েড দিয়ে দেয়। অসুখ তো কমে না উল্টো আরো বাড়ে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে চুলকানিটা অনেক কম থাকবে।