বর্ষায় কি ডেঙ্গু জ্বর বাড়ে?
ডেঙ্গু অত্যন্ত প্রচলিত একটি জ্বর। সাধারণত ইজিপ্টাই মশার কামড়ে এই জ্বর হয়ে থাকে। ডেঙ্গু জ্বর বছরের কোন সময় বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৩তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন।
বর্তমানে ডা. মুহাম্মদ মাহবুব হোসেন ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর কী? বছরের কোন সময়ে এই জ্বর বেশি হয়?
উত্তর : ডেঙ্গু একটি ভাইরাল ফিবার। এই জ্বরটা সাধারণত জুন, জুলাইয়ে বেশি হয়। বৃষ্টির সময় বা বর্ষাকালে এই জ্বর বেশি হওয়ার আশঙ্কা বাড়ে। এটি ইজিপ্টাই ভাইরাস দিয়ে হয়। এই ভাইরাল ফিবারটা এ রকম একটি জ্বর যে জ্বরটা আমাদের সতর্ক করে দেয়। এই জ্বরের কয়েকটি পর্যায় রয়েছে। একটি. ফিবরাইল ফেইস ( জ্বর অবস্থা), দুই. ক্রিটিক্যাল ফেইস ( জটিল অবস্থা), তিন. রিকভারি ফেইস ( রোগ পরবর্তী অবস্থা)। ফিবরাইল ফেইসের সময় যখন জ্বর আসে তখন উচ্চ জ্বর হয়, শরীর ব্যথা থাকে, চোখের ভেতর ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে। জ্বর ১০২ থেকে ১০৪ পর্যন্ত চলে যায়। তারা খুব ভয় পেয়ে যায়, এত জ্বর বলে। পাশাপাশি অনেক শরীর ব্যথা থাকে। রোগীরা বলে, এত জ্বর, এত ব্যথা সহ্য করতে পারছি না। এই জ্বরটা হলে গায়ে র্যাশ চলে আসে। প্রথমে হালকা র্যাশ, পরে বেশি র্যাশ চলে আসে। চুলকানি হয় শরীরে। কারো কারো এটি খুব জটিল আকার ধারণ করে।